গণহত্যাকারী আ.লীগের রাজনীতি করার অধিকার নেই: নুর

আরটিভি নিউজ

শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫ , ০৮:১৮ পিএম


গণহত্যাকারী আ.লীগের রাজনীতি করার অধিকার নেই: নুর
ছবি: সংগৃহীত

গণহত্যাকারী আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

বিজ্ঞাপন

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে রাজধানীর শ্যামপুর থানার বিক্রমপুর প্লাজার সামনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের জন্য দোয়া ও জনসভায় তিনি এ কথা বলেন। 

নুরুল হক নুর বলেন, আওয়ামী লীগ গণআন্দোলনের মুখে পালিয়ে ভারতে আশ্রয় নিয়ে সেখান থেকে কর্মসূচি দিচ্ছে। আওয়ামী লীগ কিংবা ফ্যাসিবাদের দোসর কাউকে রাজপথে মিছিল করতে দেখলেই প্রতিহত করা হবে। 

বিজ্ঞাপন

তিনি বলেন, যারা আওয়ামী লীগ কিংবা ফ্যাসিবাদকে পুনর্বাসন করার জন্য কাজ করবে তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার থাকতে হবে। আওয়ামী লীগ জনগণের কথা চিন্তা না করে গণহত্যা চালিয়েছে, তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই। ভারতকে বলব আসামি শেখ হাসিনাকে ফেরত পাঠান।

গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত সরকার দেশকে স্থিতিশীল করতে পারে নাই। তাই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করুন। 

নুরুল হক নুর বলেন, সরকারকে জনগণের পালস বুঝে কাজ করতে হবে। আমরা চাই সামনে যে স্থানীয় ও জাতীয় নির্বাচন হবে সেখানে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার ও আহতদের স্বজনরা অংশ নিয়ে নেতৃত্ব দিয়ে জুলাই গণঅভ্যুত্থানের কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে। আমাদের খেয়াল রাখতে হবে ২৪-এর গণঅভ্যুত্থানকে পুঁজি করে নতুন করে ফ্যাসিবাদ কায়েম না হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা সরকারের দেখছি না। এখনও পুলিশ, প্রশাসন ও সরকারে আওয়ামী লীগের পুনর্বাসন চলছে। গণহত্যার পরেও সরকারের এই পুতুপুতু আচরণ দুঃখজনক। 

দলটির সিনিয়র সহসভাপতি ফারুক হাসান বলেন, আওয়ামী লীগ ফেব্রুয়ারিতে মাঠে নামার ঘোষণা দিয়েছে। আমরা হুঁশিয়ারি দিচ্ছি, গণহত্যাকারী দলের কোনো সদস্যকে কোথাও পাওয়া গেলে প্রতিহত করা হবে। সরকারকে বলতে চাই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করুন, গণহত্যার বিচার করুন।

জনসভায় গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দীন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানার, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, কেন্দ্রীয় সদস্য শাহজাহান মিয়া, মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক নুরুল করিম শাকিল, ছাত্র অধিকার পরিষদের সভাপতি অর্নব হোসাইন, যুব অধিকার পরিষদের সভাপতি হিরণ মিয়াসহ অনেকেই উপস্থিত ছিলেন।

আরটিভি/আরএ-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission